tamosodeep
 
  Tamoso Deep
  Books
  Cbox
  Contact
  Deleted Blog
  Dwikhondito
  আমার ব্লগ
  Events
  Paintings
  Poem
  => Antique Cigeretter Kobita
  Sites
  Songs
  তুই রাজাকার
  Hit Counter
  Somewherein Bangla Blog
Antique Cigeretter Kobita
To Sweet Senorita

Roses has became a person third,
Tulips has become wine;
And Gods of love
has became swine.
But still like a stupid nightingale bird,
I am now sending you
Sweet Senorita,
My last burned flowered card.
Sing your song
until dies the person
who is always third.


             

           শুধুই দাঁড়ি, মাঝে মাঝে কমা

           আজকে আবার
           ছেড়ে যাবার সময় এসেছিল,
           ছেড়ে যেতে হল,
           জানি- এটাই হওয়ার কথা ছিল।
           শুধু এসেছিলাম দেখতে,
           ভালোবাসার মাধুকরীর পাত্র হাতে
           তুমি আবারও আমায়
           ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলে।
           যেতে যেতে মনে হল-
           থাক, তোমরা তোমাদের কাঠিনৃত্য
           নিয়েই থাকো।
           আমি এবার সত্যিই দূরে চলে গেছি
           আসব না আর,
           মনে মনে ভালোবেসে যাবো,
           কি দরকার মুখে তা বলবার?
           তবে মনে হয় হয়তো-
           আবারও একদিন দেখা হবে
           শহীদ মিনারে এসে
           আমায় তুমি দেখে যাবে,
           আর একটিবার যখন শেষ তারারা
           আকাশে ঝলমলিয়ে উঠবে
           তখন তুমি এসে আমায় কানে কানে বলবে
           এসো, গোপনে, আজ তোমায় দিয়ে যাবো
           ১৯৭১ বা ১৯৫২ সালের আধুলি,
           তারপর আবার তুমি চলে যাবে
           আসবে ভোর-আসবে গোধূলি,
           আমি মাধুকরী- সেই দিনের অপেক্ষায় আছি
           যেদিন তুমি আবার শেষ সকালে
           আসবে আমার কাছাকাছি,
           সেদিন তোমায় দেবো আমার


       তামার তৈরী জাল পয়সা।
       এটাই বেঁচে থাকার নেশা।
       ফিরিয়ে দেবো তোমায়- রাংতায় মোড়া সিগারেটে
       যে স্বপ্ন তুমি দেখিয়েছিলে আমায়।
       আমি এখন নদীর পারে
       নৌকায় বসে আছি
       দূরে চলে যাবো,
       সবুজ ঘাসের দেশ
       কুয়াশায় ঢাকা
       হয়তো বা আছে কাছাকাছি।
       তোমরা কাঠি নিয়ে নাচো-নেচে যাও
       আমি বোকার মতো তোমায়
       ভালোবেসে যাবো
       কবিতা,গান,গল্প ও সুরের দাঁড়ি ও কমায়।
       নদীতে কত জল, তাই না?
       তাতে আমি এখন আর ভয় পাই না।
       নদী আর সাগর মিশবে
       আমার রক্তে রক্তে
       তুমি জেনে নাও-সময় থাকতে
       আর কাঁদবো না,
       দেশলাই দিয়ে জ্বালিয়ে যাবো শুধুই সিগারেট।

                         No trespassing-
                          Closing is my temple’s get


Come on Genie

Come on Genie.
You don’t have any penny.
So go on the bridge
and suicide.
Then you will find
a long Oceanside.
You find there a sea-shore,
Also you will find more
a pool of tears of sky.
You know that I can not lie
So let’s start the journey
together.
You and me only,
not with the third one other.


            সহজ মানুষ

            চা-দোকানের ছেলে,
            গান শুনিয়ে এলে
            মুগ্ধ হয়ে শোনে,
            ঘড়ির-কাঁটা নষ্ট হয়ে
            তবুও প্রহর গোণে।
            কি হবে তার- নাম যদি যাই ভুলে?
            সময়ের সাথে মানুষের নাম
            পাই দুধ-চায় গুলে।
            আজকে শোনাই সূরা ইয়াসীন,
            কালকে ঋগবেদ।
            মনের মধ্যে পদ্য ঝরে
            বৃষ্টি-শস্য-ক্ষেত।
            আজকে তাকে শুনিয়ে এলাম
            নামটা আমার- তমসো দীপ,
            সেও যাবে ভুলে- চা'র জলে গুলে
            আমি কপালে পরবো টিপ।
            মানুষ আমার নাম,
            এ কথা সবাই ভোলে
            দুধ-চা'য় মেশে ব্রাউন সুগার
            সময়ের তালে মিলে।
            একদিন তার পড়বে মনে
            যখন জ্বলবে দূর গগণে
            মানুষ আমার নাম,
            আল্লা-বৌদ্ধ-ভগবান- এ আমার সাম-গান ।
            ২৭ জানুয়ারী ২০০৯



হঠাৎ স্তব্ধতা

আমি একটি ফুলের কাছে
রেখে যাবো শেষ মধু
তোমার জন্য র'য়ে যাবে
সেই আলো শুধু
আমি দেখেছি গোধূলি আলো
লেগেছিলো খুব ভালো
নীল নদী মেশে যে সাগরে
তার রং হয় কালো
আমি তবু জানি পাখিরা যে
উড়ে যাবে আকাশেতে
ফুটবে আবার ফুল
রঙিন কোন বসন্তে
ভেসে যাাবে নদীরা
ভেসে যাবে সামপান
ভেসে যাবে কালো মেঘে
সাদা-লাল-নীল-চাঁন
তবু মনে রেখো আমি সেই
কোন এক আলো রাতে
স্বপ্ন দেখেছিলাম তোমার ও দু'টি হাতে
তুলে দেবো এক তোড়া গোলাপ-রজনীগন্ধ।
সেতে উঠে সুবাসেতে
রাখবে ঠোঁট তুমি আমার নশ্বর ঠোঁটে ..........
কোন এক পথ চলা
সহসা শেষ হলে
ধূলিতে যেন তার
শেষ গোলাপ ফোটে।
তাই মনে রেখো এই বলে
আমি এ গান লিখেছি
তাই মনে রেখো শেষ কথা
আমিও ভালোবেসেছি
তাই তোমরা স্বপ্ন দেখো
আমি ঘুমিয়ে পড়েছি।



Thee, Salute, a veiled woman

Benazir Bhutto, Salutes to thee
I can feel you in me....
In your heart, there were white wine.
You used to throw ashtrays to your Pakistanis.
As I like to feel the white wine
I have drunk already.
You smiled with your body to me,
now I can feel.
Before your Islamic veil,
there was a nice face
just as a flower of future-human.
What can I say?
Salutes to India, Bangladeh and thee.
Keep throwing ashtrays to Pakistanis.
I love you, as well as Che Guevara,
Salutes to all intellectual Politicians
who want to change the world.
You are not now in grave-yard of Larkana
but in me, Salutes to thee.

29 January 2009


তোমায়, প্রণতি, একজন আবৃতা নারী


বেনজীর ভুট্টো, তোমায় প্রণতি
তোমার আমার হৃদয়ে আর নেই কোন যতি.....
হৃদয়ে ছিল সাদা মদিরা তোমার
তুমি ভষ্মদানি ছুঁড়তে তোমার পাকিসত্মানী ক্রীতদাসদের দিকে।
যেমন আমার হৃদয়ও যখন সাদা মদিরায় হয়ে আসে ফিকে
তেমন করেও করা হয়েছে পান সে সাদা মদিরা আমার।
তুমি তোমার দেহ দিয়ে আমার দিকে তাকিয়ে হেসেছিলে।
সে আমি এখন বুঝি
যখন শূন্যতায় তোমাকে খুঁজি
তখন দেখি, ঠিক এক ফুলের মতো যেন চোখ মেলে
তোমার ইসলামিক অবগুণ্ঠন-ভুলে
তোমার মুখে ভবিষ্যৎ-মানুষের চেহারা
সেই পুরনো সাদা মদিরায় দিশেহারা।
আর কি বলতে পারি আমি?
তোমায় প্রণতি।
ভারত, বাংলাদেশ ও তোমায় প্রণতি,
ছুঁড়ে যাও ভষ্মদানি পাকিসত্মানী ক্রীতদাসদের দিকে।
চে'গুয়েভারার মতোই তোমার জন্য সাদা মদিরার ফুল
দিকে দিকে।
সমসত্ম তীৰ্ন রাজনীতিদিদের প্রণতি।
যারা চেয়েছিলো ঘোঁচাতে এ বিশ্বে কত দাঁড়ি-কমা-যতি....
তুমি এখন আর লারকানার সমাধিতে নেই
এখন তুমি রয়েছো আমার মাঝেই
তোমার স্বর্গধামে চিরকাল বয়ে চলে সাদা মদিরার নদী
তোমায় প্রণতি।
মূল: Thee, Salute, a veiled woman
অনুবাদ: 05 February 2009


My Sin

That night is over now.
But still that calling me....
How much love
I had in my heart for thee......

But now?
Now I have no option.
I have left you so long time ago....
O, beautiful tulip-
when you were trembling on the blue stream
I had caution....
"What will going to be happened
when you will touch me?
Will it be a unseen dream?"

Dream, is unseen, reality is seen,
that's what was my sin.....

So.....
Now, I have to go
to the hell.
But don't be afraid,
Still I can feel your smell.

06 February 2009



অ্যান্টিক সিগারেটের কবিতা

অ্যান্টিক সিগারেট,
তুমি আমায় দিয়েছিলে ভালোবাসা ......
কত হৃদকম্পন, কত কান্না, কত কাছে আসা-

অ্যান্টিক সিগারেট,
বাধ্য হয়ে আজ ছেড়ে দিচ্ছি তোমায়।
তোমার ধোঁয়া আমার দু'চোখে যে জল জমায়,
আজ সে জল ঝরানোর দিন শেষ।
মিছে এই হৃদয়ের ক্লেশ।
দেখো চেয়ে তুমি, আকাশে আমি রঙিন ঘুড়ি ওড়াই-
মিছে আর কেন তোমার ঠোঁটের মাঝে ধরে রেখে পোড়াই?

তোমায়ও আমি ঘুড়ি করে দিচ্ছি ছেড়ে,
অ্যান্টিক সিগারেট,
যাও তুমি উড়ে.....
বহুদূরে...... বহুদূরে.......
০৬ ফেব্রয়ারী ২০০৯ইং
 
 
   
Total, there have been 24777 visitors (85758 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free